ব্রেকিং নিউজ
ভৌত অবকাঠামো

আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট

Al Hikmah Isalmic Institute

স্থাপিত: ২০১৯ খ্রীষ্টাব্দ

জয়দা উত্তর পাড়া, দুল্লা সড়কের মোড়, মুক্তাগাছা, ময়মনসিংহ।


আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট  একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- 'আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট”।